ঢাকারোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ইতিহাসে প্রথম মক্কা-মদীনার দুই পবিত্র মসজিদের শীর্ষ পদে নারীরা

ইতিহাসে প্রথম মক্কা-মদীনার দুই পবিত্র মসজিদের শীর্ষ পদে নারীরা

ইতিহাসে প্রথম মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে শীর্ষস্থানীয় পদে নারীরা

০৯ আগস্ট ২০২১, ১২:৩২ পিএম

ইতিহাসে প্রথম মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের শীর্ষ পদে নারীরা। মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানকারী দপ্রত রিয়াসা শুউন আল-হারামাইনের সহকারী প্রধান হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো দুই নারীকে নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, রোববার রিয়াসা শুউন আল-হারামাইনের প্রধান ও মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আবদুর রহমান আল-সুদাইস এই নিয়োগ দেন। নতুন নিয়োগপ্রাপ্ত ড. ফাতেমা আল-রাশুদকে দপ্তরের নারী বিষয়ক সহকারী প্রধান ও ড. আল-আনুদ আল-আবুদকে নারী উন্নয়ন বিষয়ক সহকারী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গত বছরের আগস্টে প্রথম রিয়াসা শুউন আল-হারামাইনের নেতৃস্থানীয় বিভিন্ন পর্যায়ে ১০ নারীকে নিয়োগ দেয়া হয়েছিল। রিয়াসা শুউন আল-হারামাইন আরো জানায়, দুই পবিত্র মসজিদে আসা নারী জিয়ারতকারীদের সেবার মান বাড়াতে তারা ৩২০ সৌদি নারীকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে। প্রসঙ্গত, মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী, দুই পবিত্র মসজিদের যাবতীয় বিষয় স্বতন্ত্রভাবে তত্ত্বাবধানের জন্য ২০১২ সালে রিয়াসা শুউন আল-হারামাইন দপ্রত প্রতিষ্ঠা করা হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়

সব খবর

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |