ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

২৭ জেলায় বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ০১:২৯ পিএম


loading/img
ফাইল ছবি

দেশের ২৭ জেলার জন্য বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বজ্রপাত থেকে বাঁচতে বজ্রবৃষ্টির সময় ঘরে বা নিরাপদ আশ্রয়ে থাকাসহ বেশ কিছু পরামর্শ‌ও দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়নগঞ্জ, কুমিল্লা, ভোলা, বরগুনা, নোয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্রপাতসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এসময়। 

বিজ্ঞাপন

বজ্রপাত থেকে বাঁচার জন্য ১০টি পরামর্শ‌ও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এগুলা হলো-

১. বজ্রপাতের সময় ঘরের মধ্যে থাকা 

বিজ্ঞাপন

২. দরজা-জানালা বন্ধ রাখা

৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা

৪. নিরাপদ আশ্রয়ে থাকা

৫. গাছের নিচে আশ্রয় না নেওয়া

৬. কংক্রিটের মেঝেতে না শোয়া এবং কংক্রিটের দেয়ালে হেলান না দেওয়া 

৭. বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ডিভাইসের প্লাগ খুলে রাখা

৮. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকা

৯. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা এবং 

১০. শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করা

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |