ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

২০ জেলায় ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির আভাস

আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০৯:২২ এএম


loading/img
ফাইল ছবি

ঢাকাসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) সকালে আবহাওয়ার বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সকাল ৮টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, বরগুনা, ভোলা, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। 

বিজ্ঞাপন

এ ছাড়া এ সময়ের জন্য ১০টি পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেগুলো হলো— 

১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন। 
২. জানালা ও দরজা বন্ধ রাখুন। 
৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬. কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন।
৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০. শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |