ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

নদ-নদীর পানি বাড়ছে, বন্যা নিয়ে নতুন পূর্বাভাস

আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ০৫:০৬ পিএম


loading/img
ফাইল ছবি

সারাদেশে টানা কয়েক দিনের বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে বেশ কয়েকটি নদীর পানি বাড়ছে, যা আগামী দুইদিনে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে দেশের চার জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। 

বিজ্ঞাপন

শনিবার (৩১ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে সবশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, ধলাই, সোমেশ্বরী ও মনু নদীসমূহের পানি সমতল আগামী দুইদিন বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে। এই সময়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজার জেলায় উক্ত নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ব্রহ্মপুত্র-যমুনার নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, আগামী পাঁচদিন তা বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী দুইদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তী একদিন হ্রাস পেতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুদিন হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

একইসঙ্গে গঙ্গা-পদ্মার নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। তবে, আগামী পাঁচদিন পানি বৃদ্ধি পেলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |