ঢাকায় আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। নিয়ম অনুযায়ী, এটিকে ‘মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৭টায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য স্বল্পমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দেওয়া হয়।
এতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল (১৮ জুন) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।
আরটিভি/এফএ/এস