ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

মোবাইল ফোনে যেভাবে জানবেন রেজাল্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৪ মে ২০১৭ , ১২:১৬ পিএম


loading/img

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার ফল হস্তান্তর করেন। 

বিজ্ঞাপন

এ বছর দশ বোর্ডে পাস করেছেন মোট ১৪ লাখ ৩১ হাজার ৭শ’ ২২ জন। তার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭শ’ ৮১ জন। মোট পাসের ৮০.৩৫। ৮টি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.২১। দাখিলে পাসের হার ৭৬.২০ ও কারিগরিতে ৭৮.৬৯ শতাংশ।

শিক্ষার্থীরা দুপুর ২টা থেকে ইন্টারনেট, মোবাইল এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে।

বিজ্ঞাপন

যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে (যেমন, ঢাকা হলে DHA) স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। 

শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে। বোর্ড থেকে ফলাফলের কোনো হার্ডকপি সরবারহ করা হবে না। তবে বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে ফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে।

বিজ্ঞাপন

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |