ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বাক-স্বাধীনতা হরণ হয়নি : আইনমন্ত্রী
গুপ্তচরবৃত্তি অপরাধ, সাংবাদিকতার সঙ্গে এর সম্পর্ক আছে কিনা জানিনা। তবে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বাক-স্বাধীনতা হরণ করা হয়নি। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী চান না কেউ অহেতুক হয়রানির শিকার হোক। সাংবাদিকতার সঙ্গে সাংঘর্ষিক কোন ধারা নেই।
তিনি আরও বলেন, ৫৭ ধারায় অস্পষ্টতা ছিলো, তা বিলুপ্ত করে সাংবাদিকদের শঙ্কা দূর করা হয়েছে। ৫৭ ধারায় সকল অপরাধের কারণ বলা হয়েছিল। নতুন আইনে কিছু প্রস্তাব করা হয়েছে। যা অপরাধ হিসেবে গণ্য হবে।
প্রধান বিচারপতি কখন নিয়োগ দেয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে রাষ্ট্রপতি সঠিকভাবে বলতে পারবেন। আমি এটুকু বলতে পারি, খুব শিগগিরই প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হবে।
আরও পড়ুন:
- এমপিদের বিরুদ্ধে রিপোর্ট ঠেকাতে ডিজিটাল নিরাপত্তা
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা
এমসি
মন্তব্য করুন