বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন শেষে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার বেলা ১২ টার দিকে রাজধানীর সেগুনবাগিচার কার্পেট গলি থেকে তাকে আটক করা হয়।
রমনা থানা পুলিশ তাকে আটক করেছে বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
রিজভী জানান, শান্তিপূর্ণ কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে পুলিশ তাকে আটক করেছে, যা সম্পূর্ণ অন্যায় ও অগণতান্ত্রিক। তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
আরও পড়ুন:
এমসি/এসএস