• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিএনপি ভাঙা এখন সময়ের ব্যাপার: খাদ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৪

বিএনপি ভাঙা সময়ের ব্যাপার মাত্র। কতদিন পর ভাঙবে, সেটা দেখার অপেক্ষায় এখন দেশের উৎফুল্ল জনতা ও সাংবাদিকরা। বললেন খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, যারা বিএনপির ঐক্য বজায় রাখার চেষ্টা করছেন, তাদের বলছি ঐক্য থাকবে না। সরকার আপনাদের দল ভাঙবে না। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রচেষ্টার প্রয়োজন হবে না।

তিনি বলেন, বিএনপির বিবেকবান নেতারা একজন ফেরারি আসামিকে নিয়ে থাকবেন না। তিনবারের প্রধানমন্ত্রী এতিমের টাকা আত্মসাৎ করে জেল খাটছেন। এটি রাজনৈতিক নেতাকর্মীদের জন্য অত্যন্ত লজ্জার।

খাদ্যমন্ত্রী বলেন, খালেদা মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি যে শান্তিপূর্ণ কর্মসূচিগুলো পালন করছে, সেগুলোতে সরকার বাধা দিচ্ছে না। তবে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলতা সৃষ্টির পাঁয়তারা করছে তারা। এর জন্য কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, খালেদাকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করতে চায় না সরকার। তবে বিএনপি নির্বাচনে না এলে, আওয়ামী লীগের কিছু যায়-আসে না।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসে, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোবারক আলী শিকদার।

আরও পড়ুন:

কে/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন দূতাবাসে খালেদা জিয়া
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস
ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল