ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১১ এপ্রিল ২০১৮ , ১১:৩৩ এএম


loading/img

কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। 

বিজ্ঞাপন

বুধবার সকালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, সোনারগাঁও ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গ্রীন রোড ও পান্থপথ মোড় অবরোধ করেন।
এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে তে তীব্র আকার ধারণ করেছে যানজট। সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

--------------------------------------------------------
আরও পড়ুন : কোটা আন্দোলনকারী ছাত্রীকে নির্যাতন, ছাত্রলীগ নেত্রী বহিষ্কার
--------------------------------------------------------

বিজ্ঞাপন

অন্যদিকে তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোড অবরোধ করেছেন 
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বসুন্ধরা আবাসিক এলাকার গেটে অবস্থান নিয়েছেন নর্থ সাউথ ইউনিভারসিটি (এনএসইউ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারসিটিঅব বাংলাদেশ (এআইইউবি) ও ইন্ডিপেনডেন্ট ইউনিভারসিটি (আইইউবি) এর শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায় না হলে রাজপথ ছাড়বো না।

এর আগে গতকাল মঙ্গলবার আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন সড়ক অবরোধ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন :

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |