রাজধানীর কলাবাগানে ট্রাকচাপায় শিশির মৃধা (৪৫) নামে এক কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার মধ্যরাত ২টার দিকে গ্রিন রোডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকচালক ও তার হেলপার আহত হয়েছেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত আরটিভি অনলাইনকে বলেন, রাত দেড়টার দিকে গ্রিন রোড এলাকায় সড়ক পার হওয়ার সময় শিশির মৃধাকে চাপা দেয় ওই ট্রাকটি। পরে শিশিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালককে আটক করা যায়নি।
আরও পড়ুন :
- এনএসআইয়ের সাবেক ডিজি ওয়াহিদুল হক কারাগারে
- ট্রেনের ছাদে লাফালাফি, ব্রিজে ধাক্কা লেগে দুই শিশুর মৃত্যু
এসএস