• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

জনগণের সাড়া না পেয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি : কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৪

খালেদার সাজা হওয়ায় জনগণ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তাই বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছে। সেইসঙ্গে আন্দোলনের নামে আদালত অবমাননা করছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর ওপর কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতুর নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলে আমাদের কিছু করার নেই। তবে আমরা প্রতিদ্বন্দ্বিতাহীন নিরামিষ নির্বাচন চাই না। অর্থবহ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই। যে কারণে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক এটা আমরা চাই।

--------------------------------------------------------
আরও পড়ুন: গরম জল ঢেলে গৃহকর্মীকে পুড়িয়ে দিল ব্যাংক কর্মকর্তার স্ত্রী
--------------------------------------------------------

কাদের বলেন, কারাগারে ডিভিশন প্রিজনরা ডিভিশন যেভাবে পায় খালেদা জিয়া তা পাচ্ছেন। সেইসঙ্গে নিজস্ব গৃহপরিচালিকা পাচ্ছেন। যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

প্রকল্প কাজ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, প্রায় আট হাজার চারশ’ ৮৭ কোটি টাকা ব্যয়ে তিনটি সেতুর নির্মাণ ও পুরাতন সেতুর পুনর্বাসন কাজ বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের কাজ আগামী নভেম্বরে মধ্যে শেষ হবে।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক সাইদুল হক, সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল সবুল, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মঈনুর হক এবং দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মদ আলী প্রমুখ।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশি নায়িকাদের শিডিউল না পেয়ে যা বললেন শাকিব খান
তারকাদের ঘন ঘন বিচ্ছেদ নিয়ে যা বললেন মৌসুমী হামিদ
ভাসানীর জন্ম না হলে আমরা বাংলাদেশের নাগরিক হতাম না: কাদের সিদ্দিকী
তিন দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরের পিএস মতিন