ভারতে পাচারকালে যশোর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার সকালে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ধান্যখোলা কোম্পানির একটি টহল দল সুবেদার মো. শফিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে।
ওই অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রাক্কালে মেইন পিলার ২৫ এর ৩ এস এর নিকট বাহাদুরপুর মাঠে অজ্ঞাত ব্যক্তিকে ধাওয়া করলে তিনি লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ২০টি স্বর্ণের বার ফেলে পালিয়ে যান।
যার আনুমানিক বাজার মূল্য ৩৩ লাখ ৭৫ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
আরও পড়ুন:
- জনগণের সাড়া না পেয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি : কাদের
- গরম জল ঢেলে গৃহকর্মীকে পুড়িয়ে দিল ব্যাংক কর্মকর্তার স্ত্রী
জেবি/জেএইচ