দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগের চার ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত নির্দেশটি সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বহিষ্কারের প্রতিবাদে আজ দুপুরে গাংনী শহরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের একাংশ।
বহিষ্কৃতরা হলেন গাংনী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান হাবীব, ইন্টু রাজ, মুস্তাকিন এবং গাংনী পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জীবন আকবর।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি কী তা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এদিকে বহিষ্কারের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে গাংনী শহরে বিক্ষোভ মিছিল করেছে গাংনী উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল থেকে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুনতাছির মামুন মৃদুলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
বিক্ষোভ মিছিলে গাংনী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
- বিয়ের দাবিতে ছাত্রলীগ সভাপতির বাড়িতে যুবলীগ নেতার স্ত্রী
- সাতক্ষীরায় বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেপ্তার ৪০
জেবি/জেএইচ