• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

পাওনা টাকা দিতে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

শেরপুর প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৩

শেরপুর শহরের দীঘারপাড় এলাকা থেকে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল নয়টার দিকে রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহতের নাম মাহবুব ইসলাম রাজু মিয়া (২৮)। তিনি শহরের শেখহাটি এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে এবং শহর বিএনপির আহ্বায়ক সাবেক ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান আব্দুল মান্নানের ছোট ভাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের সময় রাজুর গলাকাটা এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিহতের ভগ্নিপতি গাজীর খামার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খলিলুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার একটু পরে কেউ একজন ফোন করে পাওনা টাকা দেয়ার কথা বলে রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কিছু সময় পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। আজ সকালে তার মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে শনাক্ত করা হয়।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরপুরে পুকুরে ডুবে যমজ ২ শিশুর মৃত্যু
ভগ্নিপতিকে শ্যালকের মারধর, অতঃপর... 
ভারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, মরদেহ হস্তান্তর
ভাতিজার বিরুদ্ধে চাচাকে গলাকেটে হত্যার অভিযোগ, আটক ৩