ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

লালমনিরহাটে ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড ঘর-বাড়ি

লালমনিরহাট সংবাদদাতা

শুক্রবার, ৩০ মার্চ ২০১৮ , ০৩:০৪ পিএম


loading/img

লালমনিরহাটের দুই উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলি জমিসহ ঘর-বাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ৩০মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার ঘর-বাড়িসহ গাছপালা, ভুট্টা ও ইরি-বোরো ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভয়াবহ শিলাবৃষ্টিতে উপড়ে পড়েছে রাস্তার দুই ধারের শত শত গাছপালা। কৃষি সম্প্রসারণ বিভাগ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। 

বিজ্ঞাপন

পাটগ্রাম উপজেলার দহগ্রামের বাসিন্দা তৈয়ুব আলী আরটিভি অনলাইনকে জানান, অব্যাহত শিলাবৃষ্টিতে তার সবজি ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। 

--------------------------------------------------------
আরও পড়ুন: প্রেমের টানে ট্রেনের নিচে তরুণ-তরুণী
--------------------------------------------------------

বিজ্ঞাপন

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী গ্রামের কৃষক মফিজ মিয়া আরটিভি অনলাইনকে জানান, তার সদ্য রোপণকৃত বোরো ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক বিদুভূষন রায় আরটিভি অনলাইনকে জানান, শিলাবৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |