ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

এবার রাজধানী থেকে শেয়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস

টঙ্গী প্রতিনিধি

শুক্রবার, ৩০ মার্চ ২০১৮ , ০৩:৫৬ পিএম


loading/img

রাজধানীর উত্তরা থেকে একটি পাগলা শিয়াল উদ্ধার করেছে উত্তরার ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি ছয়তলা বাড়ির নিচতলা থেকে শিয়ালটিকে উদ্ধার করা হয়।

উত্তরা ফায়ারে স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে  ওই বাড়ির নিচতলায় নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে একটি পাগলা শিয়াল ঢুকে পড়ে। পরে বাসার ভেতর দৌড়াদৌড়ি শুরু করে।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: লালমনিরহাটে ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড ঘর-বাড়ি
--------------------------------------------------------

এসময় বাসার লোকজন রাস্তায় বেরিয়ে আসে।পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

এরপর উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মেজর সফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম কৌশলে রুম থেকে পাগলা শিয়ালটিকে ১ ঘণ্টার চেষ্টায় অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করে।

বিজ্ঞাপন

মেজর সফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, শিয়ালটিকে উদ্ধারের পর না মেরে উত্তরার ১৮ নম্বর সেক্টরের খোলা স্থানে ছেড়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন: 

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |