চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকের সময় জেহাদি বই ও সরকারবিরোধী লিফলেটসহ জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার ভোর সোয়া তিনটার দিকে শহরের শাহীবাগ এলাকায় একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।
এরপর ওইদিন বিকেল পৌনে চারটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনিবার ভোর সোয়া তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহীবাগ এলাকায় চান মোহাম্মদের একটি ছাত্রাবাসে অভিযান চালায়।
এসময় নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল হামিদসহ আট জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়। উদ্ধার করা হয় বিপুল জিহাদি বই ও চাঁদা আদায়ের রেজিস্ট্রার খাতা।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান আরও জানান, পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় হামলার পরিকল্পনা ছিল আটকদের। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেবি/পি