চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে মোঃ ইলিয়াছ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। পরে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মাদকবিরোধী অভিযান চলাকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খালপাড় লামারবাড়ির রাস্তা থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হন এই মাদক ব্যবসায়ী। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পলিথিনে থাকা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোঃ ইলিয়াছ কর্ণফুলী উপজেলার ৮নং ইছানগর গ্রামের খালপাড় লামারবাড়ির মরহুম কাজী মোঃ আহাম্মদুল হকের ছেলে বলে জানা গেছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায় পুলিশ।
কর্ণফুলী থানার অপারেশন অফিসার মোহাম্মদ হোসাইন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ১৯(১) এর ৯(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।
পি