ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, নিহত ২

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ , ০৭:৫৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন পটিয়া কলেজ শিক্ষার্থী ইমাদ (১৮)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তিনি বুকে গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির গণমাধ্যমকে বলেন, পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। পুলিশের ওপর ব্যাপক হারে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |