ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নাটোরে ব্যবসায়ী হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি

রোববার, ১৯ আগস্ট ২০১৮ , ০১:৪৯ পিএম


loading/img

নাটোরের সিংড়ায় ব্যবসায়ী আব্দুল কাদের দুদু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুজ্জামান ছিদ্দিকী এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, হাফিজুর রহমান, বুলু, খলিলুর রহমান, মজিবুর রহমান মজিদ ও মনির হোসেন। 

বিজ্ঞাপন

যাবজ্জীবন সাজা প্রাপ্ত ২ জন হলেন আব্দুল হাকিম ও নজরুল ইসলাম।

নাটোর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম জানান, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি সিংড়া উপজেলার বিয়াস গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্তরা ইজারাদার আব্দুল কাদের দুদুকে ধরে নিয়ে যায়। পরে তাকে স্থানীয় বাজারে নিয়ে বেধে প্রকাশ্যে গুলি করে ও ছুরি মেরে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করলে তদন্ত ও প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় দেন। দণ্ড প্রাপ্ত ৭ জনের মধ্যে ৪ জন পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |