ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মে‌হেরপুরে উপ‌জেলা জামায়া‌তের আমিরসহ গ্রেপ্তার ১৩, কক‌টেল উদ্ধার

মে‌হেরপুর প্র‌তি‌নি‌ধি

বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮ , ১২:৩১ পিএম


loading/img

মে‌হেরপু‌রের মু‌জিবনগর থানা পু‌লি‌শের অভিযা‌নে মুজিবনগর উপ‌জেলা জামায়া‌তের আমিরসহ খানজাহান আলীসহ (৫২)  বি‌এন‌পি-জামায়া‌তের ১৩ নেতাকর্মী‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। 

বিজ্ঞাপন

বৃহস্প‌তিবার ভো‌রে বা‌গোয়ান মো‌ড়ে অভিযান চালায় পু‌লিশ। এসময় ৭টি কক‌টেল বোমা উদ্ধার করা হ‌য়ে‌ছে। 

মু‌জিবনগর থানার ওসি আব্দুল হা‌সেম আরটিভি অনলাইনকে ব‌লেন, বা‌গোয়ান মো‌ড়ে মি‌টিং করার সময় তা‌দের‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। তা‌দের বিরু‌দ্ধে বি‌শেষ ক্ষমতা আই‌নে ও বিস্ফোরক দ্রব্য আই‌নে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। দুপু‌রেই তা‌দের‌কে মে‌হেরপুর আদাল‌তে সোপর্দ করা হ‌বে। 

এ প্রস‌ঙ্গে মে‌হেরপুর জেলা বিএন‌পি সভাপ‌তি মাসুদ অরুণ আরটিভি অনলাইনকে ব‌লেন, গ্রেপ্তারকৃতরা কেউ মি‌টিং কর‌ছি‌লেন না। মিথ্যা মামলায় নেতাকর্মী‌দেরকে হয়রা‌নি করা হ‌চ্ছে।

আরও পড়ুন  :

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |