ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

চাঁদপুরে লঞ্চে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

চাঁদপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮ , ০২:০৩ পিএম


loading/img

চাঁদপুর নৌ টার্মিনালে যাত্রীবাহী লঞ্চ এমভি রফরফ-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল পৌনে নয়টায় এই দুর্ঘটনা ঘটে। প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এই ঘটনায় অল্পের জন্যে রক্ষা পেয়েছেন কয়েকশ’ যাত্রী।

জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে লঞ্চটি ঢাকায় যাওয়ার জন্য চাঁদপুর নৌ-টার্মিনালে যাত্রী উঠাচ্ছিল। পৌনে নয়টার দিকে হঠাৎ লঞ্চের পেছনের অংশে ইঞ্জিনে আগুন লেগে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা একঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

কিভাবে আগুন লেগেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না দমকল বাহিনী।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোবারক হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কিভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
 

বিজ্ঞাপন

আরও পড়ুন  :

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |