চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের একটি ট্যাংকে নামার পর অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার মদুনাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন নজরুল (৩০) ও ইউসুফ (২১)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার আরটিভি অনলাইনকে জানিয়েছেন, পানি শোধনাগার প্রকল্পের একটি ট্যাংক ২০-২৫ দিন আগে ঢালাই করা হয়েছিল।
সকালে ট্যাংটির ঢাকনা খুলে নজরুল ও ইউসুফ সেখানে ঢুকে। কিন্তু সেখানে অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে অক্সিজেন কম থাকায় দুই শ্রমিকই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত বলে জানান।
আরও পড়ুন :
- মানিকগঞ্জে কলেজছাত্র মনির হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড
- ব্যারিস্টার মঈনুলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় নারী সাংবাদিকের মামলা
জেবি