ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

চট্টগ্রামে ওয়াসার পানির ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

সোমবার, ২২ অক্টোবর ২০১৮ , ০৫:১৬ পিএম


loading/img

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের একটি ট্যাংকে নামার পর  অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে উপজেলার মদুনাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন নজরুল (৩০) ও ইউসুফ (২১)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার আরটিভি অনলাইনকে জানিয়েছেন, পানি শোধনাগার প্রকল্পের একটি ট্যাংক ২০-২৫ দিন আগে ঢালাই করা হয়েছিল।

সকালে ট্যাংটির ঢাকনা খুলে নজরুল ও ইউসুফ সেখানে ঢুকে। কিন্তু সেখানে অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে অক্সিজেন কম থাকায় দুই শ্রমিকই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত বলে জানান।

আরও পড়ুন : 

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |