ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

৭২ টাকায় কেনা যাবে বসুন্ধরা পেপারের শেয়ার

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮ , ০৭:১২ পিএম


loading/img

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ২০০ কোটি টাকা তোলার অনুমতি পেয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ মঙ্গলবার এ অনুমোদন দিয়েছে।

বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটি ২ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৬৬৭টি সাধারণ শেয়ার ইস্যু করতে পারবে।

বিজ্ঞাপন

এই শেয়ারের মধ্যে ১ কোটি ৫৬ লাখ ২৫ হাজার শেয়ার ৮০ টাকা দরে যোগ্য বিনিয়োগকারীদের নিকট বিক্রয় করা হবে। বাদবাকি ১ কোটি ৪ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার ৭২ টাকা মূল্যে সাধারণ বিনিয়োগকারীরা কিনতে পারবেন।

প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানিটি ঋণ ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৬ সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (রিভ্যালুয়েশনসহ) ৩০ টাকা ৪৯ পয়সা।

বিজ্ঞাপন

আর শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (রিভ্যালুয়েশন ছাড়া) ১৫ টাকা ৭৯ পয়সা। এবং গড় হারে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৬ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

আরও পড়ুন:

 

এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |