ঋণে লাগাম টানলো কেন্দ্রীয় ব্যাংক
আগ্রাসী ঋণের মুখে লাগাম টেনে দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে সীমার অতিক্রম করে ব্যাংকগুলো যে ঋণ বিতরণ করেছে, তা কমিয়ে আনতে হবে।
একইসঙ্গে আমানতও একটি নির্দিষ্ট মাত্রায় রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে।
ওই নির্দেশনায় বলা হয়, এখন থেকে সাধারণ ব্যাংকগুলোর ঋণ-আমানত অনুপাত (এডিআর) হবে ৮৩ দশমিক ৫ শতাংশ; আর ইসলামী ব্যাংকের ক্ষেত্রে হবে ৮৯ শতাংশ।
অর্থাৎ আগে প্রচলিত ব্যাংকগুলো আমানতের বিপরীতে ৮৫ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলো ৯০ শতাংশ পর্যন্ত ঋণ বিতরণ করতে পারতো। এখন থেকে এটি কমিয়ে প্রচলিত ব্যাংকের জন্য সর্বোচ্চ ৮৩ দশমিক ৫০ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোর জন্য সর্বোচ্চ ৮৯ শতাংশ নির্ধারণ করা হলো।
যেসব ব্যাংকের এই সীমা বেশি মাত্রায় রয়েছে তা আগামী জুন মাসের মধ্যে ধাপে ধাপে নামিয়ে আনতে হবে।
আগামী ৩০ জুনের মধ্যে ঋণ ও আমানতের অনুপাতে (এডিআর) এই সমন্বয় করতে হবে।
ব্যাংকগুলোকে এডিআর কমানোর লক্ষ্যে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে ৭ ফেব্রুয়ারি মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জানাতেও বলা হয়েছে ওই নির্দেশনায়।
আরও পড়ুন:
এসআর
মন্তব্য করুন