ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আল মামুন

রোববার, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ , ১০:০৮ পিএম


loading/img

জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

আজ (রোববার) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

১৯৮২ ব্যাচের কর্মকর্তা হেদায়েত উল্লাহ আল মামুন ২০১৭ সালের ৪ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব হিসেবে অবসরে যান। এর আগে ২০১৬ সালের ২৯ ডিসেম্বর অর্থ বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন তিনি।

বিজ্ঞাপন

২০১৪ সালে পরিকল্পনা কমিশনের সদস্য থাকা অবস্থায় তিনি জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান। তিনি ২০১৪ থেকে ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাণিজ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়েও বিভিন্ন মেয়াদে সচিবের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন: 

বিজ্ঞাপন

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |