কোনও অবস্থাতেই চালকল মালিকদের ছাড় দেয়া হবে না, চালের বাজার অস্থিতিশীল করলেই ব্যবস্থা নেয়া হবে। অনিয়ম ঠেকাতে চালকলগুলোকে তথ্যপ্রযুক্তির আওতায় আনা হবে। বললেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চালকল মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, এবার বাম্পার ফলনের প্রত্যাশা ধরে চালের যে মূল্য নির্ধারণ করেছি তাতে আপনাদের লাভ হবে। কিন্তু কোনও অবস্থাতেই যাতে বাজার অস্থিতিশীল না হয় সেটা আপনারা করবেন। আর যদি বাজার অস্থিতিশীল দেখি আমি কিন্তু কাউকে ছাড় দেবো না।
তিনি এসময় অভিযোগ করেন, গেলবার বন্যা এবং চাল মালিকদের অসাধু সিন্ডিকেট এর কারণে চালের বাজার অস্থিতিশীল হয়েছিল।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের মিল মালিকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।
খাদ্যমন্ত্রী আশ্বাস দেন, গেলো বছর করা মিল মালিকদের কালো তালিকা বাতিল করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।
আরও পড়ুন :
- এটিএম কার্ডের তথ্য চুরি হাত ঘড়ি দিয়ে!
- মঙ্গলবার রাতে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
- আরও ২ বছর বিএসইসির চেয়ারম্যান খায়রুল
এমসি/এসআর