ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

পোশাকে ভর করে দেশের রপ্তানি আয় বেড়েছে ৫.৮১ শতাংশ

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০৪ জুলাই ২০১৮ , ০২:৩১ পিএম


loading/img

২০১৭-১৮ অর্থবছর (জুলাই-জুন) শেষে দেশের রপ্তানি আয় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮১ শতাংশ।

বিজ্ঞাপন

এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩ হাজার ৬৬৬ কোটি ৮১ লাখ মার্কিন ডলার পণ্যে। তবে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা পিছিয়ে আছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৭৫০ কোটি ডলার। সে হিসেবে লক্ষ্যমাত্রা থেকে রপ্তানি কম হয়েছে মাত্র ২ দশমিক ২ শতাংশ।

এর আগে গত ২০১৬-১৭ অর্থবছরে দেশের রপ্তানি আয় ছিল ৩ হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশের রপ্তানি খাত মূলত পোশাক নির্ভর। রপ্তানিতে পোশাক খাতের অবদান দিন দিন বাড়ছে।

বিজ্ঞাপন

ইপিবির তথ্য অনুযায়ী, এই অর্থবছরে  যে পরিমাণ পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে, তার মধ্য সবচেয়ে বেশি তৈরি পোশাক খাতের পণ্য। গার্মেন্টস খাত থেকে এ সময়ে রপ্তানি আয় এসেছে ৩ হাজার ১৬ কোটি ডলার। গতবছর থেকে যা ৮ দশমিক ৭৬ শতাংশ বেশি।

বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে পোশাক খাত রপ্তানিতে ভালো করছে। তবে এর ইতিবাচক প্রভাব সার্বিকভাবে রপ্তানিতে পড়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, সদ্য শেষ হওয়া বছরে পোশাক ছাড়াও পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, কৃষিজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে। তবে চামড়া ও চামড়াজাত পণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়নি।

এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |