আমি সন্তানকে এভাবে প্রকাশ করতে চাইনি। সন্তানকে আমি টিভিতে এভাবে দেখতে চাইনি। আমি খুব কান্না করেছি তাকে এভাবে টিভিতে দেখে। শাকিব খানের ছেলে এভাবে টিভিতে প্রকাশ হবে। আমি শাকিব খান এসেছি চলচিত্রের জন্য। কিন্তু আজ আমায় এমন একটি বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যা লজ্জাজনক। বললেন চিত্র নায়ক শাকিব খান।
মঙ্গলবার মধ্যরাতে একটি বেসরকারি টেলিভিশনে দেয়া প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
শাকিব বলেন, অপু বিশ্বাসের চোটে যাওয়ার কারণ রংবাজ সিনেমায় আরেক নায়িকাকে দেখে। তিনি শাকিব খানের বউ হতে চাননি। নায়িকা হতে চেয়েছেন। আমি ক’দিন আগে তাকে ১২ লাখ টাকা দিয়েছি।
তিনি বলেন, অপুর সংসার নামে একটি সিনেমা এন্ট্রি হয়। তার নায়ক কিন্তু আমি না। অপু বিশ্বাস একটি চক্রের সঙ্গে যোগ হয়ে শাকিব খানের ক্যারিয়ার ধ্বংসের জন্য উন্মাদনা করছেন। তার (অপুর) ক্যারিয়ারের স্বার্থে সন্তান ও বিয়ের বিষয়টা তিনি লুকিয়ে রাখেন। আমি কিন্তু সন্তান ও অপুকে অস্বীকার করেনি। আমি অপুকে বলেছিলাম ঈদের পর তাকে সিনেমায় নেবো। কিন্তু অপু তা মানতে নারাজ। তিনি রংবাজের নায়িকা হতে চেয়েছেন।
এর আগে সোমবার আরেকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে চিত্রনায়িকা অপু বিশ্বাস জানান, শাকিব খান আমার স্বামী। ২০০৮ সালে ১৮ এপ্রিল আমাদের বিয়ে হয়। আমাদের একটি ছেলেও আছে। তার নাম আব্রাহাম খান জয়।
অপু বিশ্বাস বলেন, আমাদের বিয়ের বিষয়ে শাকিবের পরিবারের সবাই জানেন। আমাদের বিয়েতে তারা উপস্থিত ছিলেন। বিয়ের সময় আমার নাম হয় অপু ইসলাম খান।
তিনি বলেন, শাকিবের ইচ্ছাতেই এতো দিন বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছে। অন্তঃসত্ত্বা হবার পর শাকিব আমাকে লুকিয়ে থাকতে বলেন। তবে সন্তানকে তিনি দেখতে যান। সন্তানের খরচও দেন।
তিনি আরো বলেন, কাউকে কিছু না বলে আমি ১০ মাস উধাও হয়ে যাই। এই দীর্ঘ সময় আমি ভারত, সিঙ্গাপুর ও ব্যাংককে একা ছিলাম। কলকাতার একটি হাসপাতালে আমার ছেলের জন্ম হয়।
অপু বিশ্বাস বলেন, শাকিবের ভালো চিন্তা করে এতো দিন আমি চুপ ছিলাম। অনেক ছাড় দিয়েছি অনেক ঠকেছি। ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে গেছি। তাই মুখ খুলছি। সম্মান চেয়ে পাইনি বরং বারবার ছোট হয়েছি।
সোমবার বিকেলে ওই বেসরকারি টেলিভিশন চ্যানেলটিকে প্রায় এক ঘণ্টার এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন অপু বিশ্বাস।
সাক্ষাৎকারে দীর্ঘদিন ধরে আড়ালে থাকা অপু বিশ্বাস চিত্রনায়ক শাকিব খানকে বিয়ের কথা স্বীকার করেন। এসময় তাদের সন্তান আব্রাহাম খান জয়কে অপুর কোলে দেখা যায়।
শাকিব আমার স্বামী : অপু বিশ্বাস (ভিডিও)
আমি মা, সন্তান নিয়ে শান্তিতে বাঁচতে চাই : অপু বিশ্বাস
'আমাদের ছেলের নাম জয়, ওর সবকিছুই শাকিবের মতো'
'শাকিবকে বিয়ে করতেই মুসলমান হয়েছি'
অপু-শাকিবের বিয়ের কাজী ছিলেন ফরিদপুরের
'শাকিবের ভালো চিন্তা করেই চুপ ছিলাম'
দায়িত্ব নেবো সন্তানের, অপুর নয় : শাকিব
মারলেও স্বামী, কাটলেও স্বামী : অপু বিশ্বাস (ভিডিও)
অপুকে জবাব দিতে আজ শাকিবের সংবাদ সম্মেলন
শাকিব-অপু ইস্যু নিয়ে যা বললেন বুবলী
অপুর কান্না ভেজা প্রশ্নের জবাব দেবেন না শাকিব
'শাকিব নিজেই তার চক্রান্তের জালে আটকা পড়েছে'
সাহেব যখন মেনেছেন সব হবে আনুষ্ঠানিকভাবে : অপু বিশ্বাস (অডিও)
এমসি/জেএইচ