ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

শাকিবের পরিচালক রনিও নিষিদ্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৯ এপ্রিল ২০১৭ , ০৬:৪৭ পিএম


loading/img

চিত্রনায়ক শাকিব খানকে নিষিদ্ধ করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবগুলো সংগঠন। একইসঙ্গে শাকিব অভিনীত 'রংবাজ' ছবির পরিচালক শামীম আহমেদ রনিকেও নিষিদ্ধ করা হয়। পরিচালক সমিতি থেকে রনির সদস্যপদও বাতিল করা হয়।

বিজ্ঞাপন

শনিবার এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। 

এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর যৌথসভা হয়। ওই সভায় শাকিবের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ আনা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে শাকিব নিষিদ্ধ হন। একইসঙ্গে শাকিবের ছবির পরিচালক রনিকে একাধিকবার কারণ দর্শানো নোটিশ দেয়া হলেও তার কোনো জবাব না দেয়ায় তাকেও নিষিদ্ধ করা হয়। 

বিজ্ঞাপন

যৌথসভার যাবতীয় সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমকে জানানো হয়। এতে সই করেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

শামীম আহমেদ রনি পরিচালিত ছবি রংবাজের শ্যুটিং চলছে পাবনায়। রংবাজ ছবি শাকিবের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা বুবলি।

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |