• ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
logo

১১ আগস্ট আসছে ‘মার ছক্কা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ আগস্ট ২০১৭, ১৯:৫৭

আসছে ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘মার ছক্কা’ ছবিটি। ‘পাগল তোর জন্যরে’ খ্যাত নির্মাতা মঈন বিশ্বাস ছবিটি পরিচালনা করেছেন। ছবিতে চিত্রনায়ক রোহানের সঙ্গে জুটি হয়েছেন নবাগত মল্লিকা। ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অনলাইনে সাড়া ফেলা বগুড়ার ছেলে হিরো আলম।

মঈন বিশ্বাস বলেন, ছবিটি সম্পূর্ণ বিনোদন নির্ভর। পুরো ছবিটি দর্শকরা আনন্দের সঙ্গে উপভোগ করবেন বলে আশা করিছি।

তিনি বলেন, ছবির নামের সঙ্গে ক্রিকেট খেলার মিল থাকলেও এটি শুধু ক্রিকেট খেলা নিয়ে না। এতে রোমান্টিকতা ও শ্রুতিমধুর গানও রয়েছে।

হিরো আলমের অভিনয়ের বিষয়ে জানতে চাইলে পরিচালক বলেন, হিরো আলম প্রথমবার আমার এই ছবির মাধ্যমে বড় পর্দায় আসছেন। সেতো এখনকার খুব পরিচিত একটি নাম। তার জন্য এমন একটি চরিত্র দিয়েছি যা তার সঙ্গে মানিয়ে যায়। তিনি দর্শকদের বাড়তি বিনোদন দিতে পারবেন বলে আমি মনে করি। বড় পর্দায় অভিনয় করা নিয়ে সে নিজেও খুশী।

জ্যোতি ফিল্মস্ ইন্টারন্যাশনালের ব্যানারে তৈরি এ ছবির সংলাপ লিখেছেন কমল সরকার। অভিনয় করেছেন রোহান, মল্লিকা, হিরো আলম, ওমর সানী, অরুণা বিশ্বাস, সাদেক বাচ্চু, যাদু আজাদ, সরল হাসমত, তনু পাণ্ডে, আলেকজান্ডার বোসহ অনেকে।

এইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়