শাকিবের ‘প্রিয়তমা’ বুবলী, তবে...
চিত্রনায়ক শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ‘হিরো দ্য সুপারস্টার’র পর নতুন ছবি নির্মিত হতে যাচ্ছে। ‘প্রিয়তমা’ ছবিটি পরিচালনা করবেন ‘সুলতানা বিবিয়ানা’ খ্যাত তরুণ নির্মাতা হিমেল আশরাফ।
নায়ক প্রধান গল্পের ছবিতে নায়িকা কে হচ্ছেন তা নিয়ে তুমুল আলোচনা চলছে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ ও পেজগুলোতে। সূত্র জানায়, নায়ক-প্রযোজক শাকিবের পছন্দের তালিকায় নায়িকা হিসেবে প্রথমেই বুবলীর নাম রয়েছে।
কারণ এ জুটির বসগিরি, শুটার, অহংকার, রংবাজ ছবি চারটি ব্যবসা সফল হয়। দর্শকের কাছেও জুটি হিসেবে তারা বেশ জনপ্রিয়তা পেয়েছেন। বুবলী ছাড়াও এই ছবিতে আরো একজন নতুন মুখ থাকবেন এমনটা জানা গেছে। সেক্ষেত্রে ছোট পর্দার কাউকে শাকিবের বিপরীতে দেখা যেতে পারে।
এছাড়াও শাকিব-বুবলী ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’, ‘আমার স্বপ্ন আমার দেশ’ নামে দুটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের দুজনের রসায়নটাও দর্শকগ্রহণ করায় বুবলীই হচ্ছেন ‘প্রিয়তমা’ এই গুঞ্জনেই সরব এখন মিডিয়া। তবে শাকিব খান যেহেতু দেশের বাইরে অন্য একটি ছবির শুটিংয়ে ব্যস্ত। তিনি দেশে ফিরেই নায়িকার বিষয়টি চূড়ান্ত করবেন বলে জানা গেছে।
নায়িকা নিয়ে যতই গুঞ্জন হোক না কেন ‘প্রিয়তমা’ ছবির নায়িকা কে হবেন তা নায়ক-প্রযোজক শাকিবের মর্জির উপরেই নির্ভর করছে।
এম
মন্তব্য করুন