ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সুমিত-শাকিলার রোমান্টিক রসায়ন

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮ , ১২:৩৯ পিএম


loading/img

মডেল-অভিনেতা সুমিত ও শাকিলা অভিনীত ‘বেপরোয়া মন’গানের মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে। শাওন গানওয়ালার এই গানটি লিখেছেন রঞ্জু রেজা। গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ।

বিজ্ঞাপন

অ্যামোজ রেকর্ডসের ব্যানারে ২৫ জানুয়ারি রাতে ভিডিওটি প্রকাশ হয়েছে। এ ব্যাপারে সুমিত বলেন, ‘সচরাচর মিউজিক ভিডিওর কাজ করা হয় না। তবে এই গানটি আমার অসম্ভব ভালো লেগেছে। আর নির্মাণ ভাবনাটাও বেশ ফিল্মি। আশা করছি দর্শক দেখে হতাশ হবেন না।’

কণ্ঠশিল্পী শাওন গানওয়ালা বলেন, ‘যেমন গান তেমন ভিডিও হয়েছে। আমি আনন্দিত। আশা করছি আমাদের গান-ভিডিও দেখে মুগ্ধ হবেন সবাই।’

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন:‘তিনি আমাদের মেঘে ঢাকা তারা’
--------------------------------------------------------

মাহিন আওলাদ বলেন, ‘গানটি রোমান্টিক। চেষ্টা করেছি সেভাবেই পর্দায় তুলে আনতে। ভিডিওটি প্রকাশের পর থেকে প্রচুর পজেটিভ সাড়া পাচ্ছি। এটাই বড় স্বার্থকতা। ধন্যবাদ জানাই অ্যামোজ রেকর্ডস কর্তৃপক্ষকে- আমার প্রতি আস্থা রাখার জন্য।’

গানটি ইউটিউব চ্যানেল ছাড়াও পাওয়া যাচ্ছে দেশের সবক’টি মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্মে।

বিজ্ঞাপন

জানা গেছে, অ্যামোজ রেকর্ডস থেকে শিগগিরই বেশ কিছু এক্সক্লুসিভ অডিও এবং ভিডিও গান প্রকাশ হচ্ছে। যে তালিকায় রয়েছে কুমার বিশ্বজিৎ, জয় শাহরিয়ার, মাহাদী, নিশিতা, কিশোর, বেলাল খান, কলকাতার নচিকেতার মতো শিল্পীরা।

আরও পড়ুন:

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |