ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

আরটিভির নাটক ‘মেঘ দেখবে বলে’

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ৩১ আগস্ট ২০১৮ , ০২:৪১ পিএম


loading/img

আশা ও তার বান্ধবী প্রসূনের একসঙ্গে নেপালে ঘুরতে যাওয়ার কথা ছিল। কোনও এক জরুরি কাজের জন্য প্রসূন যেতে পারেনি।

বিজ্ঞাপন

ফলে বাধ্য হয়ে আশার একারই যেতে হয়। কিন্তু এয়ারপোর্টে তার লাগেজ ও সব ডলার হারিয়ে ফেলেন তিনি। বিপত্তিতে পড়ে যান আশা।  অপরদিকে একই ফ্লাইটে নেপালে আসে জোভান।

আশার চিন্তিত চেহারা দেখে সাহায্য করতে এগিয়ে আসে জোভান। কিন্তু বিষয়টি ভালো ভাবে নেয় না আশা। এদিকে আশা যে হোটেলরুমে উঠেছে ভুলক্রমে হোটেল ম্যানেজার জোভানকেও একই রুমের মাস্টার চাবিটা দিয়ে দেয়।

বিজ্ঞাপন

হঠাৎ দরজা খুলে আঁতকে ওঠে জোভান। ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে যায় ‘মেঘ দেখবে বলে’ নাটকের গল্প।
-------------------------------------------------------
আরও পড়ুন : এফডিসিতে নায়করাজকে স্মরণ
-------------------------------------------------------

আগামীকাল শনিবার আরটিভিতে প্রচারিত হবে নাটক ‘মেঘ দেখবে বলে’। নেপালে চিত্রায়িত নাটকটি রচনা করেছেন প্রিন্স এ.আর এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। 

বিজ্ঞাপন

এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, প্রসূন আজাদ, তানভীর, আশা, আহসান আলমগীরসহ অনেকে।

আরও পড়ুন :

এম/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |