ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

অনন্ত-বর্ষার ঘরে সুখের পাখি উড়ে (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ , ০৩:২৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমা পাড়ার তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা ভালোবেসে বিয়ে করেন ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর। তাদের প্রেমের শুরুটা তারও আগে। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল জানিয়েছেন ২০০৮ সাল থেকে শুরু হয় অনন্ত-বর্ষার প্রেম।

বিজ্ঞাপন

অনন্ত জলিলের পরিচয় তখন ব্যবসায়ি, অন্যদিকে বর্ষা ছিলেন মডেল-অভিনেত্রী। বর্ষার সঙ্গে প্রেম হবার পরই সিনেমা প্রযোজনা এবং অভিনয় ক্যারিয়ার শুরু করেন অনন্ত। ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় নতুন জুটি অনন্ত ও বর্ষার অভিষেক হয়।

এরপর তাদের দাম্পত্যজীবনে সুখের বার্তা নিয়ে আসে ছেলে আরিজ ইবনে জলিল। আর ২০১৭ সালের অক্টোবরে জন্ম হয় অনন্ত-বর্ষার দ্বিতীয় সন্তান আবরার ইবনে জলিল। বর্তমানে দুই সন্তান নিয়ে সুখে সংসার করছেন এই তারকা দম্পতি।

বিজ্ঞাপন

গতকাল ২৩ সেপ্টেম্বর ছিল অনন্ত-বর্ষার অষ্টম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনটি দেশের বাইরে উদযাপন করছেন এই দম্পতি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক স্থিরচিত্র ও ভিডিও। সেখানে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে আছেন এই জুটি।

উল্লেখ্য, অনন্ত-বর্ষা অভিনীত সিনেমার মধ্যে রয়েছে- ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ এবং ‘মোস্ট ওয়েলকাম-২’।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |