ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

শাওন গানওয়ালার ‘মন ভালো নেই’

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৯ অক্টোবর ২০১৮ , ০৩:২৩ পিএম


loading/img

‘এক মেঘলা দিনে স্বপ্ন দিলাম জড়িয়ে মেঘের ডানায়/ আর দমকা হাওয়ায় ভাসিয়ে দিলাম সেই চিঠি তোর জানালায়।’ কাব্যিক কথাগুলোর রেশ ধরে গানটির সুর-সঙ্গীত আর কণ্ঠ মিলেছে যেন এক মোহনায়। এভাবেই আরও একবার নিজের নামের সুবিচার করলেন শাওন গানওয়ালা।

বিজ্ঞাপন

সেতু চৌধুরীর কথা-সুর-সঙ্গীত আর শাওনের কণ্ঠের সঙ্গে গহীনের অসাধারণ ভিডিও কনসেপ্ট গানটিকে তুলে ধরেছে অন্য উচ্চতায়। যে ভিডিওতে শাওনের বিপরীতে মডেল হয়েছেন নিশাত প্রিয়ম। পুরো ভিডিওর শুটিং হয়েছে মেঘ আর পাহাড়ের কোল ঘেঁষে। নির্মাণ করেছেন যৌথভাবে একে পরাগ ও ভাস্কর জনি।

বিজ্ঞাপন

‘মন ভালো নেই’ শিরোনামের বিশেষ এই গান-ভিডিওটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে ৮ অক্টোবর বিকালে। ভিউ’র বিচারে ভালোই সাড়া ফেলেছে অন্তর্জাল পাড়ায়।

গান-ভিডিওটি প্রসঙ্গে শাওন গানওয়ালা বলেন, ‘অনেক প্রিয় একটা গান। কৃতজ্ঞতা গানটির ক্রিয়েটর সেতু ভাইয়ের প্রতি। ভিডিওটি করার পর গানটিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। দেখে মুগ্ধ হলাম। প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |