ইপসিতা শবনম শ্রাবন্তী। এক সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী। শুক্রবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে তাকে ‘খালি হাতে’ নিউইয়র্কে ফিরতে হলো। দুই মেয়ে সঙ্গে থাকলেও যে বিষয়টির জন্য তিনি বাংলাদেশে এসেছিলেন তা অমিমাংসিত রয়ে গেছে।
শ্রাবন্তীর দুই মেয়ের মধ্যে বড় মেয়ে রাবিয়াহ আলমের বয়স সাত আর ছোট মেয়ে আরিশা আলমের সাড়ে তিন বছর।
গত ৭ মে শ্রাবন্তীকে তালাকের নোটিশ পাঠান তার স্বামী খোরশেদ আলম। এরপর গত ২৫ জুন দুই মেয়েকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন এক সময়ের এই অভিনেত্রী।
-------------------------------------------------------
আরও পড়ুন : এ্যানির নতুন চমক
-------------------------------------------------------
সে সময় শ্রাবন্তী তার ফেসবুকে এক স্ট্যাটাসে সংসার টিকিয়ে রাখার জন্যে আকুতি জানান।
এদিকে শ্রাবন্তীকে বিদায় জানাতে বিমান বন্দরে গিয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এই নির্মাতা গনমাধ্যমকে জানান, শ্রাবন্তীকে মোহাম্মদ খোরশেদ আলম যে তালাকের নোটিশ পাঠিয়েছিলেন, ঢাকার পারিবারিক আদালতের বিচারক দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ইশরাত জাহান তার স্থগিতাদেশ দিয়েছেন।
তিনি বলেন, খোরশেদ আলম যদি শ্রাবন্তীর সঙ্গে আর সংসার করতে না চান, তাহলে তার স্বামীকে আবার নতুন করে আইন অনুযায়ী যথাযথভাবে তালাকের নোটিশ পাঠাতে হবে।
উল্লেখ্য, ২০১০ সালের ২৯ অক্টোবর শ্রাবন্তীর সঙ্গে বিয়ে হয় মোহাম্মদ খোরশেদ আলমের। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে।
আরও পড়ুন :
এম/এসআর