ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

মা-বাবা-প্রেমিকাকে খুন করে যুবকের আত্মহত্যা!

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০১৮ , ০৩:৩৮ পিএম


loading/img

বাবা-মার কাছে সন্তানরা যেমন খুব আদরের ঠিক তেমনি বাবা-মাও সন্তানের সবচেয়ে আপন মানুষ। আর এই আপন মানুষগুলোকেই নিজ হাতে গুলি করে খুন করলেন জোসেফ নিকেল নামের এক যুবক। শনিবার এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে। শুধু তাই নয় নিজের প্রেমিকা ও প্রেমিকার মাকেও খুন করে আত্মহত্যা করেছে ওই যুবক। খবর ডেইলি মেইল। 

বিজ্ঞাপন

শনিবার ১০ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় পেইন্টসভিল এলাকা থেকে হত্যাকাণ্ড শুরু হয়। গুলির শব্দ পেয়ে পুলিশ এসে একটি বাড়ির রান্নাঘরে এক নারী ও পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখেছে। হত্যাকারী এর পর গাড়ি চালিয়ে সাত মাইল দূরে গিয়ে আরও দুই নারীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।

পুলিশ জানিয়েছে, জোসেফ নিকেল পেশায় একজন ক্ষৌরকার।

বিজ্ঞাপন

পুলিশের মুখপাত্র উইলিয়াম পেট্রি বলেন, নিজ ঘরে জোসেফ তার বাবা জেমস ও মা আর্লিনাকে গুলি করে হত্যা করে। এর পরে সাত মাইল দূরে গিয়ে প্রেমিকা লিন্ডসে ভ্যানোওজ ও তার মাকে গুলি করে খুন করে। পরে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন জোসেফ নিকেল।

আরও পড়ুন: 

এপি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |