পেরুর দক্ষিণাঞ্চলীয় ওকোনা শহরের প্যান-আমেরিকান হাইওয়েতে যাত্রীবাহী দ্বিতল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২৬০ ফুট নিচে পড়ে যায়। এতে নিহত হয়েছেন অন্তত ৪৪ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষ। স্থানীয় সময় বুধবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন আরিকুইপা পুলিশের প্রধান জেনারেল ওয়াল্টার ওরতিজ। প্রাথমিকভাবে টুইটার অ্যাকাউন্টে ৩৫ জনের প্রাণহানির খবর জানিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, উদ্ধারকারী দল পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।
দুর্ঘটনার স্থান আরিকুইপা পৌঁছানের চার ঘণ্টা আগে চালা থেকে যাত্রীদের নিয়ে বাসটি ছেড়ে আসে। রে লাতিনো লাইন নামে একটি পরিবহন কোম্পানির তত্ত্বাবধানে বাসটি চলাচল করতো।
দুর্ঘটনার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে টুইটার পোস্ট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিস্কি।
আরও পড়ুন:
এপি/ওয়াই