ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

রাখাইনে এখনও রোহিঙ্গা নিধন চলছে: জাতিসংঘ কর্মকর্তা

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৬ মার্চ ২০১৮ , ১১:৩৭ পিএম


loading/img

মিয়ানমারের রাখাইনে এখনও জাতিগত শুদ্ধি অভিযান চলছে। বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব অ্যান্ড্রু গিলমোর।

বিজ্ঞাপন

তিনি বলেন, কক্সবাজারে আমরা যা দেখেছি ও শুনেছি তাতে আমরা এটা ছাড়া অন্য কোনো উপসংহারে আসতে পারছি না।

গিলমোর বলেন, এখন সহিংসতার ধরন বদলেছে। এখন আর আগের মতো উন্মত্তভাবে হত্যা ও গণধর্ষণের ঘটনা ঘটছে না। বরং ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক অনাহারে রাখার মতো ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের এ শীর্ষ কর্মকর্তা বলেছেন, অদূর ভবিষ্যতে রোহিঙ্গারা রাখাইন রাজ্যে ‘নিরাপদ, সম্মানজনক ও সন্তোষজনক’ পরিবেশে ফিরে যাবে এটা ‘ধারণাতীত’।
--------------------------------------------------------
আরও পড়ুন: অবৈধ সম্পর্কের অভিযোগে যুবককে মূত্রপানের শাস্তি!
--------------------------------------------------------

গিলমোর বলেন, মিয়ানমার বিশ্ববাসীকে এটা বলাতে ব্যস্ত যে তারা রোহিঙ্গাদের গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু একইসঙ্গে মিয়ানমারের বাহিনী তাদের বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে।

গেলো বছর বাংলাদেশ-মিয়ানমার উচ্চ পর্যায়ের বৈঠকের পর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে উভয় দেশ সমঝোতা স্মারকে সই করে। সেখানে রোহিঙ্গাদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে তাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়।

বিজ্ঞাপন

কিন্তু কয়েকদিন ধরেই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তমব্রু সীমান্তে অতিরিক্ত সেনা ও ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে মিয়ানমার। এ নিয়ে উভয় দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

আরও পড়ুন: 

এ/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |