ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

উখিয়ায় চাকমা নারীকে ধর্ষণচেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০৮:১৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

কক্সবাজারে চাকমা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলাখোলা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম ছৈয়দুল ইসলাম (২৮)। তিনি উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা সুলতান আহমদের ছেলে। আর ভুক্তভোগী নারী (৩৩) উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা চাকমা পাড়ার বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে পালংখালী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, সকালে পালংখালী ইউনিয়নের তেলখোলা চাকমা পাড়ার এক নারী স্থানীয় একটি কলাবাগানে কাজ করতে যাচ্ছিল। এ সময় বুলেরঝিরি নামক নির্জন পাহাড়ি এলাকায় এক রোহিঙ্গা যুবক ওই নারীকে একা পেয়ে পেছন থেকে ঝাপটে ধরে এবং তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। পরে ওই নারীর মুখ চেপে ধরে জোরপূর্বক পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে যায়। একপর্যায়ে ওই চাকমা নারীকে ধর্ষণচেষ্টার জন্য ধস্তাধস্তি হয়। এতে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রোহিঙ্গা যুবক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে স্থানীয়রা ওই যুবককে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, এ ঘটনার ব্যাপারে স্থানীয়রা আমাকে অবহিত করলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই রোহিঙ্গা যুবককে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন গণমাধ্যমকে বলেন, সকালে উখিয়ার তেলখোলা এলাকায় এক চাকমা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আটক যুবককে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |