থাইল্যান্ডে ৮০টি প্লাস্টিকের ব্যাগ খাওয়ার কারণে একটি তিমির মৃত্যু হয়েছে। এমন ঘটনা ঘটেছে দেশটির দক্ষিণাঞ্চলের সাংখালি প্রদেশে। খবর বিবিসি, দ্য গার্ডিয়ান।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের সাংখালি প্রদেশের এক খালে তিমিটিকে প্রথম অবস্থায় সংরক্ষণ করা হয়। পরে তিমিটি বমি করে পাঁচটি ব্যাগ বের করে দেয়। বাকিগুলো পেটেই থেকে যায়।
এ নিয়ে সমুদ্র বিশেষজ্ঞরা জানান, প্ল্যাস্টিকের ব্যাগগুলোর ওজন প্রায় ৮ কেজির মতো। কিন্তু তিমির পক্ষে এটা খাবার ভেবে খাওয়া অসম্ভব ছিল।
পাইলট হোয়েল প্রজাতির তিমিটিকে গত সোমবার থাইল্যান্ডের ‘না থাপ খালে’পাওয়া যায়। তিমিটি তখন সাঁতার কাটতে পারছিল না। বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা করে দেখে সে একই সাথে ৮০টির মতো ব্যাগ গিলে ফেলছে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ১৮ বছরে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার সর্বনিম্নে
--------------------------------------------------------
এ নিয়ে সামুদ্রিক জীববিজ্ঞানী থান থমরননাভাসাওয়াত বলেন, আমরা তিমিটিকে ভালো খাবার খাইয়ে বাঁচানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তার পেটে ৮০টির মতো প্লাস্টিক ব্যাগ থাকায় বাঁচানো যায়নি।
পরিসংখ্যান বলছে, থাইল্যান্ডের অধিকাংশ মানুষই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে। গত মাসে সরকার প্লাস্টিক ব্যাগ ব্যাবহারের হার কমানোর ঘোষণা দেন।
আরও পড়ুন :
এপি/পি