ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

৬৬ বছর পর নখ কাটলেন সেই ভারতীয় নাগরিক (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ১৫ জুলাই ২০১৮ , ০৯:৩৩ পিএম


loading/img

সবচেয়ে বড় নখ রেখে বিশ্বরেকর্ড করেছিলেন ভারতের পুনে শহরের বাসিন্দা শ্রীধর চিল্লল। এবার তিনি ওই হাতের আঙুলের নখ কেটে নজরে এসেছেন। ৮২ বছর বয়সের এই মানুষটি গত মঙ্গলবার নিউইয়র্কে নখ কেটেছেন। খবর এনডিটিভি, ডেইলি মেইল।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্রীধর চিল্লল মঙ্গলবার নিউইয়র্কে নখ কাটা অনুষ্ঠানে তার নখগুলো কেটেছেন। আর এ জন্য তিনি পুনে থেকে নিউইয়র্কে উড়ে আসেন। সেখানে ‘রিপলি’স বিলিভ ইট অর নট’ আয়োজিত ওই অনুষ্ঠানে নখ কাটেন তিনি। যেখানে নখগুলো সংরক্ষণ করা হবে।

বিজ্ঞাপন

শ্রীধর চিল্ললের বাঁ হাতের পাঁচটি আঙুলের সম্মিলিত নখের দৈর্ঘ্য ৯ মিটার (৯১০ সেন্টিমিটার বা প্রায় ৩০ ফুট)।

আর প্রতিটি নখের দৈর্ঘ্য প্রায় ১৯৮.৮ সেন্টিমিটার।

--------------------------------------------------------
আরও পড়ুন  : পাকিস্তানের হাফিজ সাঈদের দলের সব অ্যাকাউন্ট মুছে দিলো ফেসবুক
--------------------------------------------------------

বিজ্ঞাপন

এমন নখের কারণে ২০১৬ তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম ঠাঁই পায়।

শ্রীধর চিল্ললের নখগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম স্কয়ারে রিপলি’স বিলিভ ইট অর নট মিউজিয়ামে প্রদর্শন করা হবে। পরবর্তী প্রজন্মকে দেখানোর জন্য তার কাটা দীর্ঘ নখগুলো জাদুঘরে সংরক্ষণ করে রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

এপি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |