ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

এমিরেটসের ফ্লাইটে হঠাৎ শতাধিক যাত্রী অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮ , ০৯:৩৬ এএম


loading/img

এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েছেন ১০০ যাত্রী। বিমানটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের পর তাদের অসুস্থতা ধরা পড়ে। এদের মধ্যে ১০ জনকে হাসপাতালে নেয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে দুবাই থেকে নিউ ইয়র্কগামী ফ্লাইটটি অবতরণের পরপরই রানওয়েতে জরুরি যানবাহনের ছোটাছুটি দেখা যায়।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিওর মুখপাত্র এরিক ফিল্পিস জানান, আরব আমিরাতের দুবাই থেকে আসা ওই ফ্লাইটের অনেকেই অসুস্থ ছিলেন। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, আমাদের জনস্বাস্থ্য বিভাগ আক্রান্তদের শরীরের তাপমাত্রা পরিমাপ করছে এবং তাদের সেবা নিশ্চিত করতে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রায় ১৪ ঘণ্টা পর অবতরণ করা এমিরেটসের ইকে ২০৩ ফ্লাইটটিতে মোট ৫২১ জন যাত্রী ছিলেন।  

ওয়াই/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |