ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

৪০৮ আরোহী নিয়ে ভারতে জরুরি অবতরণ করল বিমান বাংলাদেশের ফ্লাইট 

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। 

বিজ্ঞাপন

ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যাচ্ছিল। ফ্লাইটটিতে চার শতাধিক আরোহী ছিলেন। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। 

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে হারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। বিমানটিতে ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন।

নাগপুর বিমানবন্দরের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে ফ্লাইটটি ডাইভার্ট করা হয় এবং পরে জরুরি অবতরণ করে সেটি।

তিনি বলেন, যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি বলেছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি অবতরণ করতে বাধ্য হয়েছে। ফ্লাইটের সব যাত্রীকে অবতরণের পর নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে।

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |