ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

৩৫তম বিসিএস(প্রশাসন) ব্যাচের প্রথম কমিটি ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২০ অক্টোবর ২০১৮ , ১০:৪৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

৩৫তম বিসিএস বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

ব্যাচের সব সদস্যের মতামতের ভিত্তিতে ৭১ সদস্যের এই কমিটিতে সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরীকে সভাপতি ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি আদনান চৌধুরী বর্তমানে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ ও এমএ ডিগ্রি লাভ করেন। তিনি এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এসএসআই) এর সহকারী পরিচালক ছিলেন।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক অরুণ কৃষ্ণ পাল বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন।

আরও পড়ুন :

কে/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |