ঢাকা

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে ছাত্র ইউনিয়নের প্রদীপ প্রজ্জ্বলন শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

বৃহস্পতিবার, ০২ আগস্ট ২০১৮ , ০৮:৫৬ পিএম


loading/img

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করবে ছাত্র ইউনিয়ন। শুক্রবার সন্ধ্যায় শাহবাগ এলাকায় এ কর্মসূচি পালন করবে সংগঠনটির কর্মীরা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার পাঠানো সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী আরটিভি অনলাইনকে জানান, নিরাপদ সড়ক এবং নৌমন্ত্রীর পদত্যাগের দাবিতে সর্বস্তরের ছাত্ররা রাস্তায় নেমে এসেছে। আমরাও তাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৭.৩০ মিনিট পর্যন্ত শাহবাগে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। দেশজুড়েও একই কর্মসূচি পালিত হবে বলেও জানান তিনি। 

এদিকে, টানা পঞ্চম দিনের মতো নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজধানী জুড়ে বিক্ষোভ করেছে। শুক্রবার সকালেও তারা একইভাবে বিক্ষোভ করবে বলে জানিয়েছে।

আরও পড়ুন :

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |