ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

কুয়েত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ফল প্রকাশ

আরটিভি অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮ , ০৮:১৫ পিএম


loading/img

কুয়েতে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।  বৃহস্পতিবার প্রতিযোগিতার তিনটি বিভাগেরই ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

দশ পারা কুরআন হেফজ, সম্পূর্ণ কুরআন হেফজ এবং ক্বিরাত ও তারতিল বিভাগের বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে।

কুয়েতের আমিরের উপস্থিতিতে বায়ান প্রাসাদে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

নিম্নে প্রতিযোগিতায় উত্তীর্ণদের তালিকা তুলে ধরা হলো-

--------------------------------------------------------
আরও পড়ুন : ফেসবুকে লাইক কেনা হারাম: মিসরের গ্র্যান্ড মুফতি
--------------------------------------------------------

দশ পরা কুরআন হেফজ বিভাগের বিজয়ীরা হলেন-

বিজ্ঞাপন

  • প্রথম স্থান অধিকার করেছেন কুয়েতের প্রতিনিধি- বাদর আল আলী
  • দ্বিতীয় হয়েছেন মিসরের প্রতিনিধি- ইসমাইল ফুয়াদ যাদু
  • তৃতীয় স্থান লাভ করেছেন আমেরিকার প্রতিনিধি- আদিন শাহারজাদ রাহমান
  • চতুর্থ হয়েছেন কেনিয়ার প্রতিনিধি- উসমান নুর আবি
  • পঞ্চম স্থান অধিকার করেছেন তিউনেশিয়ার প্রতিনিধি- মুহাম্মাদ আমিন বুআজিজ

পুরো কুরআন হেফজ বিভাগে বিজয়ীরা হলেন-

  • প্রথম হয়েছেন লিবিয়ার প্রতিনিধি- মুহাম্মাদ তাহের ইদ্রিস
  • দ্বিতীয় স্থান লাভকারী সৌদি আরবের প্রতিনিধি- হাসাদ সাহিব বিন সালমান হাজীলি
  • তৃতীয় স্থান অর্জন করেছেন নাইজেরিয়ার প্রতিনিধি- ইদ্রিস উসমান
  • চতুর্থ হয়েছেন ইয়েমেনের প্রতিনিধি- আব্দুল হাকিম উসাজী
  • পঞ্চম হয়েছেন তিউনেশিয়ার প্রতিনিধি- রাশিদ বিন আব্দুর রহমান আলানী

ক্বিরাত ও তারতিল বিভাগের বিজয়ীরা হলেন-

  • প্রথম স্থানের অধিকার করেছেন মালয়েশিয়ার প্রতিনিধি- ইজরা বিন আব্দুল হক
  • দ্বিতীয় হয়েছেন ইরানের প্রতিনিধি- মাহদী গোলাম নিজাদ
  • তৃতীয় স্থান অর্জন করেছেন মরক্কোর প্রতিনিধি- হামজা রাওয়াশ
  • চতুর্থ স্থান লাভ করেছেন তানজানিয়ার প্রতিনিধি- আব্দুল্লাহ দাওয়াদ মুহাম্মাদ
  • পঞ্চম হয়েছেন তুরস্কের প্রতিনিধি- ফোরকান চিনার

গত ১০ এপ্রিল থেকে ৯ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়। আর তা শেষ হয় ১৮ এপ্রিল।

আরও পড়ুন :

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |