নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি জানিয়ে গান কবিতা পথনাটকের মাধ্যমে ইসরাইল ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভিন্নধর্মী প্রতিবাদ করেছে সচেতন নাগরিকবৃন্দ।
শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে এই ভিন্নধর্মী প্রতিবাদের আয়োজন করা হয়।
প্রাচ্যনাটের পথনাটকের মধ্যদিয়ে এই আয়োজন শুরু হয়। গান পরিবেশন করেন, সৈয়দ ফরহাদ, তুহিন কান্তি দাস ও মূসা করিম।
এসময় প্যালেস্টাইন সংহতি পরিষদের নেতা হাসান তারিক চৌধুরী বলেন, পশ্চিমা বিশ্ব আমাদের মানবাতার কথা বলে, সভ্যতার কথা বলে। কিন্তু তারা প্যালেস্টাইনে এ কোন মানবতার পরিচয় দিচ্ছে। ইসরাইলি বাহিনী নিরীহ মানুষদের হত্যা করছে। আর এর মদদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্যালেস্টাইন ৭১ এ আমাদের পক্ষে দাঁড়িয়েছিল। আমাদের এখন সময় এসেছে তাদের পক্ষে দাড়ানোর।
--------------------------------------------------------
আরও পড়ুন : আওয়ামী লীগের লোকেরাই মাদক ব্যবসা করে: মোশাররফ
--------------------------------------------------------
ছাত্র ইউনিয়ন সভাপতি জিএম জিলানী শুভ বলেন, ১৯৪৮ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ফিলিস্থিনের নিরীহ মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। নানা সময় নানা কারণ দেখিয়ে তারা নির্যাতন চালাচ্ছে। সম্প্রতি মার্কিন দূতাবাস স্থাপন কেন্দ্র করে আবারও নিরাপরাধ মানুষদের হত্যা করা হচ্ছে। গত কয়েক দিনে শতাধিক মানুষ হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এখন সময় এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
প্রকাশক রবিন আহসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাসদ নেতা খালেকুজ্জামান মিলন, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় নেতা মনিষা চক্রবর্তীসহ আরো অনেকে।
আরও পড়ুন :
এসজে